Impotant Short Question from Lens । লেন্স অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

Lens

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর  নতুন সিলেবাস অনুসারে  4th semester এর একটি গুরুত্বপূর্ন অধ্যায়  'গোলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স'।   
এই সম্পর্কীত   কয়েকটি অতি  সংক্ষিপ্ত প্রশ্ন ও  উত্তর  নিচে আলোচনা করা হল। 

 Impotant Short Questions

1.কাঁচের লেন্সকে জলে ডোবালে এর ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটবে ?

2.একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20cm। লেন্সের ক্ষমতা কত ?

3.অবতল লেন্সের বিবর্ধন 1 এর সমান একের বেশি একের কম একের কম বা বেশি।

4. দুটি লেন্সকে সমাক্ষীয় ভাবে পরস্পরের স্পর্শে রাখা হলো। সমান্তরাল রশি গুচ্ছ লেন্স সমবায়ের মধ্য দিয়ে সমান্তরালভাবে নির্গত হলে লেন্স দুটির প্রকৃতি এবং প্রকাশ দৈর্ঘ্যের সম্পর্ক লেখ।

5. কিরূপ মাধ্যমে লেন্সকে নিমজ্জিত রাখলে লেন্স একটি সমান্তরাল কাচ ফলকের  ন্যায় আচরণ করবে?

6. জলের মধ্যে আটকে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্স হিসাবে কাজ করে?

7. একটি উভোত্তল লেন্সের অর্ধাংশ কালো কাগজে মুড়ে দেওয়া হলে কোন বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখা যাবে কি? 

8.একটি প্রতিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি লেন্সের বক্ষতা ব্যাসার্ধের সমান হয়। তবে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে?

 9.এক বর্ণী নীল ও লাল আলোর মধ্যে কোনটির জন্য একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে?

10. যদি নীল আলোর পরিবর্তে এক বর্ণী লাল ব্যবহার করা হয় তাহলে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে কিনা লেখ।

11. 0.5D ক্ষমতা সম্পন্ন একটি লেন্সকে 0.2D ক্ষমতা সম্পন্ন অপর লেন্সের স্পর্শে রাখা হলো ।লেন্স সমবায়ের ক্ষমতা কত হবে?

12.অবতল লেন্স কি সদবিম্ব গঠন করতে পারে?

13. দুটি উত্তল লেন্স কে কিভাবে রাখলে সমান্তরাল রশ্মি সমান্তরাল রশ্মি হিসেবে নির্গত হবে ?

14.সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব ও ক্ষমতা কত ?

15.একটি বস্তু উত্তল লেন্সের কক্ষ বরাবর u বেগে অগ্রসর হলে প্রতিবিম্বের বেগ কত হবে?

16. একটি উত্তল লেন্সকে এর প্রধান লক্ষ্যের উপর লম্বভাবে কেটে দুটি খন্ড করা হলো ।মূল লেন্সের ক্ষমতা যদি 4D হয় তবে প্রতিটি টুুকরোর ক্ষমতা কত হবে ?

17.কোন শর্তে একটি অবতল লেন্স একটি উত্তল লেন্সের ন্যায় আচরণ করবে ?

18.একটি সমতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য উহার বক্রতা ব্যাসার্ধের সমান। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত?

19. একটি উত্তল লেন্স দ্বারা গঠিত সদবিম্বের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব কত ?

20.উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন ?

21.কোন লেন্সের গৌণ ফোকাসের সংখ্যা কত হতে পারে?

22. একটি উত্তল লেন্স কখন বস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করবে?

23. 5cm সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্সকে পরস্পরের স্পর্শে রাখা হলে ওই সমবায়ের ক্ষমতা কত হবে?

 উত্তর  

1.কাঁচের লেন্সকে জলে ডোবালে এর ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটবে ? 

উত্তর:-ফোকাস দীর্ঘ বৃদ্ধি পাবে।

2.একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20cm। লেন্সের ক্ষমতা কত ? 

উত্তর:-লেন্সটির ক্ষমতা 5D 

3.অবতল লেন্সে প্রতিবিম্বের  বিবর্ধন i)1 এর সমান ii)একের বেশি iii)একের কম iv)একের কম বা বেশি।

উত্তর:- iii )১ এর কম। 

4. দুটি লেন্সকে সমাক্ষীয় ভাবে পরস্পরের স্পর্শে রাখা হলো। সমান্তরাল রশি গুচ্ছ লেন্স সমবায়ের মধ্য দিয়ে সমান্তরালভাবে নির্গত হলে লেন্স দুটির প্রকৃতি এবং প্রকাশ দৈর্ঘ্যের সম্পর্ক লেখ। 

উত্তর:-লেন্স দুটির একটি হল উত্তল লেন্স এবং অপরটি হল অবতল লেন্স এবং উভয় লেন্সের ফোকাস  দৈর্ঘ্যের মান সমান।

5. কিরূপ মাধ্যমে লেন্সকে নিমজ্জিত রাখলে লেন্স একটি সমান্তরাল কাচ ফলকের  ন্যায় আচরণ করবে? 

উত্তর:-একটি লেন্সকে এর উপাদানের প্রতিসরাঙ্কের সাথে সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে নিমজ্জিত রাখা হলে লেন্সটি সমান্তরাল কাচ  ফলকের ন্যায় আচরণ করবে। 

6. জলের মধ্যে আটকে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্স হিসাবে কাজ করে?

উত্তর:- জ্লের  আটকে থাকা বায়ুদূত অবতল লেন্সের ন্যায় আচরণ করে। 

7. একটি উভোত্তল লেন্সের অর্ধাংশ কালো কাগজে মুড়ে দেওয়া হলে কোন বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখা যাবে কি? 

উত্তর:-হ্যা,  পূর্ণ প্রতিবিম্ব দেখা যাবে।  এক্ষেত্রে প্রতিবিম্বের উজ্জ্বলতাহ্রাস পাবে। 

 8.একটি প্রতিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি লেন্সের বক্রতা  ব্যাসার্ধের সমান হয় তবে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে? 

উত্তর:-লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। 

 9.এক বর্ণী নীল ও লাল আলোর মধ্যে কোনটির জন্য একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে?

উত্তর:-আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে  লেন্সের ফোকাসদৈর্ঘ্য   বেশি হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ফলে লাল আলোর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বেশি হবে। 

10. যদি নীল আলোর পরিবর্তে এক বর্ণী লাল ব্যবহার করা হয় তাহলে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে কিনা লেখ।

উত্তর:-আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে  লেন্সের ফোকাসদৈর্ঘ্য   বেশি হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ফলেনীল আলোর পরিবর্তে  লাল আলো ব্যবহার করলে  ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে । 

11. 0.5D ক্ষমতা সম্পন্ন একটি লেন্সকে 0.2D ক্ষমতা সম্পন্ন অপর লেন্সের স্পর্শে রাখা হলো ।লেন্স সমবায়ের ক্ষমতা কত হবে? 

উত্তর:-লেন্স সমবায়ের  ক্ষমতা হবে 7D .

12.অবতল লেন্স কি সদবিম্ব গঠন করতে পারে? 

উত্তর:-অবতল লেন্স সাধারণ বস্তুর অসদ প্রতিবিম্ব গঠন করে। তবে অসদ বস্তুর সদপ্রতিবিম্ব গঠন করতে পারে।

13. দুটি উত্তল লেন্সকে কিভাবে রাখলে সমান্তরাল রশ্মি সমান্তরাল রশ্মি হিসেবে নির্গত হবে ? 

উত্তর:-উত্তল লেন্স দুটিকে সমাক্ষীয় ভাবে এদের ফোকাস দৈর্ঘ্যদ্বয়ের সমষ্টির সমান দূরত্বের রাখা হলে সমান্তরাল রশি গুচ্ছ লেন্স দ্বয়ে প্রতিসরণের পর সমান্তরালভাবেই নির্গত হবে। 

14.সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব ও ক্ষমতা কত ? 

উত্তর:-সমান্তরাল কাজ ফলকের ফোকাস দূরত্ব অসীম এবং ক্ষমতাশূন্য। 

15.একটি বস্তু উত্তল লেন্সের কক্ষ বরাবর u বেগে অগ্রসর হলে প্রতিবিম্বের বেগ কত হবে?

16. একটি উত্তল লেন্সকে এর প্রধান অক্ষর উপর লম্বভাবে কেটে দুটি খন্ড করা হলো ।মূল লেন্সের ক্ষমতা যদি 4D হয়, তবে প্রতিটি টুুকরোর ক্ষমতা কত হবে ? 

উত্তর:-প্রতি টুকরোর ক্ষমতা হবে 2D 

17.কোন শর্তে একটি অবতল লেন্স একটি উত্তল লেন্সের ন্যায় আচরণ করবে ? 

উত্তর:-অবতল লেন্সটির বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্কের মান লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হতে হবে। 

18.একটি সমোত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য উহার বক্রতা ব্যাসার্ধের সমান। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত?

 উত্তর:-লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। 

19. একটি উত্তল লেন্স দ্বারা গঠিত সদবিম্বের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব কত ?

 উত্তর:-বস্তু ও প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব 4f ;যেখানে f হলো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য।

20.উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন ? 

উত্তর:-সমান্তরাল রশি গুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে  পরিণত হয়। তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।  আবার সমান্তরাল রশি গুচ্ছ অবতল লেন্সে প্রতিসরণের পর অপসারি রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাই অবতল লেন্সকে  অপসারী লেন্স বলা হয়। 

21.কোন লেন্সের গৌণ ফোকাসের সংখ্যা কত হতে পারে? 

উত্তর:-কোন লেন্সের গৌণ ফোকাস এর সংখ্যা অসীম হতে পারে। 

22. একটি উত্তল লেন্স কখন বস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করবে? 

উত্তর:-একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখা হলে বস্তুটির সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। 

23. 5cm সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্সকে পরস্পরের স্পর্শে রাখা হলে ওই সমবায়ের ক্ষমতা কত হবে? 

উত্তর:-উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 5 সেমি।  লেন্সটির  ক্ষমতা 20D .আবার অবতল লেন্সটির   ফোকাস দৈর্ঘ্য 5 সেমি।  এর ক্ষমতা - 20D অতএব লেন্স সমবায়ের তুল্য ক্ষমতা =20D+(-20D)=0 ।


 

Previous
Next Post »