Viscosity

সান্দ্রতা

VISCOSITY

এই অংশটি  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর 2nd semester সিলেবাসের অন্তর্ভুক্ত।2nd semester   2 নং ও 3 নং  এর প্রশ্ন থাকবে। 

 আলোচ্য বিষয় :-

1. প্রান্তীয় বেগ কাকে বলে?
2.স্টোকসের সূত্রটি  লেখ। 
3.স্টোকসের সূত্র থেকে প্রান্তীয় বেগের রাশিমালা নিৰ্ণয় করো। 
4.বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। 
5.বার্নৌলির উপপাদ্যের সাহায্যে তরলের নির্গমন বেগ নির্নয় করো। 


কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন :-
১)ধারারেখা প্রবাহ  ও বিক্ষুব্ধ প্রবাহ  বলতে কী  বোঝ ?
২)সান্দ্রতাঙ্ক  কাকে বলে ?
৩)সান্দ্রতাঙ্কের  একক  লেখা।
৩)সান্দ্রতাঙ্কের মাত্রা নির্নয় করো। 
৪)আদর্শ তরলের দুটি  বৈশিষ্ট্য  লেখ।
৫)দুটি প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করতে পারে কী ?
৬)সান্দ্রতা ও ঘর্ষনের মধ্যে তুলনা করো। 
৭)বার্নৌলির উপপাদ্যটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?
৮)একটি কলের নল থেকে শান্তভাবে পড়তে থাকা কলের প্রবাহ নিচের দিকে সরু হয়ে যায় কেন?
9)সন্ধিবেগ বা সংকট বেগ কাকে বলে?
Previous
Next Post »