CHARACTERISTIC X-RAY


CHARACTERISTIC X-RAYS


বৈশিষ্ট্য মূলক  এক্স রশ্মি বর্ণালী গঠিত হয় কিভাবে?
 বৈশিষ্ট্যমূলক মূলক এক্সরশ্মি বিকিরণ ব্যাখ্যা করা যায় বোর তত্বের সাহায্যে।  পরমাণুর মধ্যে কোন ইলেকট্রন যখন উচ্চ কোন শক্তি স্তর থেকে  কোন নিম্ন শক্তি স্তরে সংক্রমিত হয় তখন পরমাণু থেকে বিকিরণ নিঃসৃত হয়। ওই দুই স্তরের মধ্যে শক্তির  পার্থক্যই হয় বিকিরণের শক্তি । উচ্চগতি সম্পন্ন আপতিত ইলেকট্রন টার্গেট পরমাণুর মধ্যে প্রবেশ করে নিউক্লিয়াসের নিকটবর্তী দৃঢ়ভাবে আবদ্ধ K,L,M প্রভৃত্তি কক্ষে অবস্থিত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে ইলেকট্রনটিকে কক্ষ থেকে বের করে দিতে পারে ।এর ফলে ওই কক্ষে একটি শূন্যস্থানের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে উচ্চতর কোন কক্ষ থেকে একটি ইলেকট্রন ওই শূন্যস্থানে সংক্রমিত হয়। ফলে পরমাণু থেকে এক্স রশ্মি নির্গত হয়।


 ধরা যাক, আপতিত ইলেকট্রন K কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বের করে দেয় ।ফলে K কক্ষে একটি শূন্যস্থানে সৃষ্টি হয় ।এখন যদি L কক্ষ থেকে একটি ইলেকট্রন K কক্ষে ঝাঁপ দেয় তাহলে যে এক্স রশ্মি নির্গত হয় তাকে এক্স রশি বলে ।যদি M কক্ষ থেকে একটি ইলেকট্রন K কক্ষে ঝাঁপ দেয় তাহলে যে এক্সরশ্মি নির্গত হয় তাকে  এক্স রশ্মি বলে। অনুরূপভাবে L কক্ষে  শূন্যস্থান সৃষ্টি হলে, ,  প্রভৃতি L শ্রেণীর এক্সরশ্মি  উৎপন্ন হয়। এইভাবে এক্সরশ্মি রেখা বর্ণালী গঠন করে এবং এদের তরঙ্গদৈর্ঘ্য টার্গেটের উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে ।তাই এই ধরনের এক্স রশ্মিকে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বলা হয় ।

Previous
Next Post »