The Earth is a huge Magnet (পৃথিবী একটি বিরাট চুম্বক )

The Earth is a huge Magnet 

পৃথিবী একটি বিরাট চুম্বক

মুক্ত অবস্থায় ঝুলানো চুম্বক বা চুম্বক শলাকা সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে ।নাড়িয়ে দিলেও কয়েকবার আন্দোলনের পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। ভূপৃষ্ঠের সর্বত্র চুম্বক শলাকার এই রূপ আচরণ লক্ষ্য করা যায় ।মনে হয় কোন অদৃশ্য শক্তি চুম্বকটির একটি মেরুকে দক্ষিণ দিকে এবং অন্য মেরুকে উত্তর দিকে টানছে। এই এইসব ঘটনা থেকে ডা: গিলবার্ট মত প্রকাশ করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ।

এই ধারণার স্বপক্ষে আরও  কয়েকটি ঘটনা উল্লেখ করা যায় ।

1)কোন ইস্পাত দন্ড দীর্ঘদিন মাটিতে পুঁতে রাখলে দন্ডটি মৃদুভাবে চুম্বকটিত হয়।

 2) উত্তর গোলার্ধে  পোতা ইস্পাত দন্ডের  নিচের দিকে উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধের পোতা ইস্পাত দন্ডের নিচের দিকে দক্ষিণ মেরুর সৃষ্টি হয় ।

3) ডা: গিলবার্ট  লোডস্টোনের একটি ছোট গোলক তৈরি করে  তার নিকট ছোট ছোট চুম্বক রেখে পরীক্ষা করে দেখান যে তাদের ব্যবহারের সাথে পৃথিবীর বিভিন্ন স্থানে রাখা চুম্বক শলাকার ব্যবহারের মধ্যে সাদৃশ্য আছে।

 এইসব ঘটনা থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক।

 কয়েকটি গুরুত্তপূর্ণ প্রশ্ন :

1)ভূচুম্বকত্বের উপাদানগুলি কি কি ?

)বিনতিকোন কাকে বলে ? কলকাতার বিনতিকোণ \(30^0\)N বলতে কি বুঝ বোঝো?পৃথিবীর দুই  মেরুতে এবং নিরক্ষীয় অঞ্চলে  বিনতি কোণের মান  কত ?

2) চ্যুতিকোণ কাকে বলে? দিল্লির চ্যুতিকোণ \(2^0\)E বলতে কি বোঝায় ?

3) ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ বলতে কি বোঝায় ?কোন স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ,লম্ব উপাংশ ও ওই স্থানের বিনতি কোণের মধ্যে সম্পর্কটি লেখ?

4) উদাসীন বিন্দু বলতে কি বোঝ? উদাসীন বিন্দুর অবস্থানের সাহায্যে কিভাবে কোন স্থানের ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশের মান নির্ণয় করা যায়?

Previous
Next Post »